শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে জাতীয় সমবায় দিবস পালন 

রেজুয়ান পাঁচবিবি প্রতিনিধি : 
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৪’তম জাতীয় সমবায় দিবস পালন হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায় দিবসের আলোচনা সভায় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাহবুব হোসেন প্রধান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পাঁচবিবি বিআরডিবির পরিচালক প্রভাষক মোঃ সাইদুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারী গোলাম রাব্বানী ও প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আজাদ আলী সহ উপজেলার একাধিক সমিতির নির্বাহী পরিচালকগন। আলোচনা সভার পূর্বে একটি র‍্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করেন অতিথিগণ।
শেয়ার করুন