রেজুয়ান, পাঁচবিবি প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাতে সমতল ভূমিতে বসবাসরত পিছিয়ে পরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থসামাজিক ও জীবন মানন্নয়নের লক্ষ্যে ছাগল প্রদান করা হয়েছে । সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প- ২য় সংশোধিত প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত দুইশ জন হতদরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারী পুরুষদের মাঝে ২টি করে ছাগল প্রদান করা হয় ।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেনারী হাসপাতালের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ । উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, ভ্যাটেনারী সার্জন ডাঃ ফয়সাল রাব্বীসহ প্রাণী সম্পদ অফিসের কর্মচারীবৃন্দ ।





