রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পলাতককে অন্য দেশে আশ্রয় দেওয়া উচিত নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

একজন বিদেশি ইসলামী বক্তার সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে ভারতের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, “কোনো দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে অন্য দেশে আশ্রয় দেওয়া উচিত নয়।” তিনি আরও বলেন, এই ইসলামিক বক্তার ঢাকা আসার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সম্প্রতি জানিয়েছিলেন, ওই বক্তাকে বাংলাদেশে গেলে তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার দাবি করা হয়েছে। তারা উল্লেখ করেছেন, তিনি ভারতের আইনে অভিযুক্ত এবং পলাতক।

এদিকে, সংবাদ সূত্রে জানা গেছে, ওই বক্তা আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসতে পারেন। তিনি দুই দিনের সফরে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেবেন। তবে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার সফরের জন্য কোনো আনুষ্ঠানিক অনুমোদন বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে কোনো ধরনের সরকারী সম্পৃক্ততা নেই এবং বাংলাদেশের অবস্থান অনুযায়ী, পলাতক বা অভিযুক্ত কোনো ব্যক্তি অন্য দেশে আশ্রয় পেতে পারবে না।

শেয়ার করুন