সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নাহিদ ইসলাম: জুলাই সনদ জারি করার দায়িত্ব অধ্যাপক ইউনূসের হাতে থাকা উচিত


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তিনি জানান, জুলাই মাসের জাতীয় সনদ (সংবিধান সংস্কার) কার্যকর করার দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে থাকা উচিত।

নাহিদ ইসলাম বলেন, যদি এই সংবিধান সংশোধনী সম্পর্কিত আদেশ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্যালয় থেকে জারি করা হয়, তা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়নে বড় ধাক্কা দিতে পারে। তিনি জোর দিয়ে বলেন, “এই আদেশ প্রধান উপদেষ্টার মাধ্যমে জারি না হলে তা neither আইনি দিক থেকে বৈধ হবে, nor রাজনৈতিক দিক থেকে গ্রহণযোগ্য। বরং এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার উপর নেতিবাচক প্রভাব ফেলবে।”

তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট যদি নিজ উদ্যোগে আদেশ জারি করেন, তা সাংবিধানিক বা রাজনৈতিকভাবে বৈধ হবে না। তাই এ বিষয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব নিতে হবে।

গণভোট সংক্রান্ত বিএনপি ও জামায়াতের মধ্যে চলমান দ্বন্দ্বের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “সংবিধান সংস্কারের বিষয়বস্তু, প্রস্তাবিত পরিবর্তন এবং তার আইনি ভিত্তি নির্ধারণের দায়িত্ব অধ্যাপক ড. ইউনূসের। এই বিষয়গুলোতে একমত হওয়ার পরই গণভোট আয়োজন করা যায়—চাই তা নির্বাচনের আগে হোক বা নির্বাচনের দিনেই।” তিনি এই দ্বন্দ্বকে অপ্রয়োজনীয় ও সময়সাপেক্ষ হিসেবে বর্ণনা করেন।

শেয়ার করুন