নারায়ণগঞ্জের বন্দরে একটি পোশাক কারখানায় এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সহকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মদনপুর এলাকার লারিজ ফ্যাশন লিমিটেডের সামনে রাস্তা আটকে রাখেন শ্রমিকরা। এতে ব্যস্ততম মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা যায়, গত রোববার রাতে কাজ করার সময় কারখানার সুইং সেকশনের অপারেটর রিনা (৩০) অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রিনা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার বাসিন্দা।
শ্রমিকরা অভিযোগ করেছেন, অসুস্থতার কারণে রিনা কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেছিলেন, কিন্তু অনুমতি পাননি। বাধ্য হয়ে কাজ করার কারণে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়।
নারী শ্রমিকের মৃত্যুর জন্য কারখানা কর্তৃপক্ষকে দায়ী করে শ্রমিকরা দাবি করেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরিচ্যুতির। তারা সকালে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখেন।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে রাস্তা খোলার জন্য বারবার অনুরোধ করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তিনি বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে লারিজ ফ্যাশনের এক কর্মকর্তা দাবি করেছেন, কারখানা কর্তৃপক্ষ কোনো গাফিলতি করেনি। অসুস্থতা জানানো মাত্রই রিনাকে হাসপাতালে পাঠানো হয় এবং তার দাফন-কাফনের সব দায়িত্বও কারখানার পক্ষ থেকে নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের এসপি আসাদুজ্জামান বলেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।





