শাহজাহান স্বপন, ( আড়াইহাজার ) :
নারায়ণগঞ্জে আড়াইহাজার থানা পুলিশ ৬ নভেম্বর ২০২৫ দুপুর ১:১৫ মিনিটে বিশনন্দী ইউনিয়নের মানিকপুর বাজারের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ৫,৯০৭ (পাঁচ হাজার নয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এই সফল অভিযানের নেতৃত্ব দেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন। অভিযান পরিচালনা করা হয় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী ইসলাম, গ সার্কেল ও সাব-ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে। পুলিশ ফোর্স সম্পূর্ণ সহযোগিতা প্রদান করে।
আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নিজেদের নাম-ঠিকানা ১। মোঃ করিম (৩৫), পিতা-মৃত শুভা মিয়া, সাং-ছাওয়ালপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ২। নাজমা (৪৫), পিতা- ফজলুল হক, মাতা-জয়ফুল বানু, স্বামী-সালাম, সাং-বেকারীর মোড়, পশ্চিম মাজদাইর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে, তারা বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আড়াইহাজার থানার আশপাশে বিক্রি করত। আটককৃতদের হেফাজত থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা অনুযায়ী প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ৭ নভেম্বর ২০২৫ তারিখে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পুলিশের এই অভিযান স্থানীয় মাদক ব্যবসা দমন ও এলাকায় শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।





