রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীর শিবপুরে বেগম খালেদা জিয়া ও মনজুর এলাহীর উদ্দেশ্যে দোয়া মাহফিল

বশির আহমদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে বিএনপির চেয়ারপার্সন ও  ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর)  বাদ আছর নরসিংদীর শিবপুর উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে কলেজ গেইট বাসস্ট্যান্ডে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিবপুর
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদারের সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান বাবুল, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ সরকার, সাধারণ সম্পাদক ফারজানা হক কামনা, উপজেলা জাসাসের আহবায়ক এস এম আরিফুল হাসান, য়ুগ্ম আহবায়ক এসডি সুমন প্রমুখ।
উল্লেখ্য বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দোয়া মাহফিলে তাদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
শেয়ার করুন