রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নভেম্বরেই শেষ হবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা: তথ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম নভেম্বরেই শেষ হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

তথ্য মন্ত্রণালয়ের সংস্কার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে মাহফুজ আলম বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের ২৩টি প্রস্তাবের মধ্যে ১৩টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন,

“এই উদ্যোগগুলো হয়তো খুব বড় কিছু নয়, তবে আমাদের সময়সীমা এখন খুব সীমিত। নভেম্বরের পর ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, এরপর নির্বাচন কমিশন দায়িত্ব নেবে। তাই নভেম্বরের পর আর কোনো ক্যাবিনেট মিটিং বসবে না।”

তথ্য উপদেষ্টা জানান, এই মেয়াদের মধ্যেই নীতিমালা বা অধ্যাদেশ প্রণয়ন করে সংস্কারগুলো সম্পন্ন করার চেষ্টা চলছে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা নামসর্বস্ব পত্রিকা, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা এবং নির্বাচনে এআই-ভিত্তিক প্রচারণা বিষয়ে প্রশ্ন তোলেন। জবাবে মাহফুজ আলম জানান, তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে নামসর্বস্ব পত্রিকার তালিকা তৈরি করেছে। সাংবাদিকদের সমর্থন পেলে গত এক বছরে এক দিনও প্রকাশ না হওয়া পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন,

“সরকার বিজ্ঞাপনের হার দ্বিগুণ করার পক্ষে, তবে পত্রিকাগুলোকে সত্যিকারের প্রচারসংখ্যা দেখাতে হবে এবং সাংবাদিকদের নির্ধারিত বেতন কাঠামো নিশ্চিত করতে হবে। মূল বেতন না দিলে সেই পত্রিকা কোনো সরকারি সুবিধা পাবে না।”

মাহফুজ আলম আরও বলেন, সরকারের অন্যতম লক্ষ্য ছিল গণমাধ্যমে রাজনৈতিক প্রভাব কমানো।

“আমরা খুব বেশি সফল না হলেও চেষ্টা করেছি। শেখ মুজিবের মতো মিডিয়া বন্ধ করতে চায় না এই সরকার, তাই কোনো গণমাধ্যম বন্ধ করা হয়নি,” — যোগ করেন তিনি।

শেয়ার করুন