রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নভেম্বরেই শীতের আগমনী বার্তা, বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ও

আগামী ১০ নভেম্বর থেকেই দেশের উত্তরাঞ্চলে শীতের আগমন শুরু হতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নভেম্বরের শেষ দিকে ধীরে ধীরে শীতের প্রভাব ছড়িয়ে পড়বে সারাদেশে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেই সঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত ঘটতে পারে, যা শীতের অনুভূতি আরও বাড়াবে।

পূর্বাভাস অনুযায়ী, মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে। দেশের বিভিন্ন স্থানে এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে পারে বলেও জানানো হয়েছে।

এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, সব কিছু অনুকূলে থাকলে ১০ নভেম্বর থেকেই রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী অঞ্চলে শীতের প্রভাব দেখা দিতে পারে, যা পরে ধীরে ধীরে সারাদেশে ছড়িয়ে পড়বে। তবে ডিসেম্বরের আগে বড় ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, উত্তরাঞ্চলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীত নামতে শুরু করবে। ঢাকায় প্রকৃত শীত টের পাওয়া যাবে ডিসেম্বরের প্রথম ভাগ থেকে।

বিশেষজ্ঞদের ধারণা, এ বছর দেশের শীতকাল স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা দীর্ঘ এবং তীব্র হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন