বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

“ধানের শীষের বিজয়ের জন্য সবাই ঐক্যবদ্ধ” রাজশাহী বিএনপির সভাপতি

অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী মহানগর বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই। দলের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী নগর বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মামুনুর রশিদ মামুন বলেন, “আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জাতীয় নির্বাচন। মহানগর বিএনপির সব নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবেন। ধানের শীষের প্রার্থীর জয় নিশ্চিত করতে সবাই সর্বোচ্চ ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, ইতোমধ্যে মহানগর বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল মিজানুর রহমান মিনুর সঙ্গে দেখা করে নির্বাচনের প্রাথমিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। আগামী দিনগুলোতে পূর্ণাঙ্গ কৌশল নির্ধারণ করা হবে দলীয় পরামর্শের ভিত্তিতে।
মামুনুর রশিদ বলেন, “সম্প্রতি কেন্দ্র থেকে মহানগর বিএনপির ১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বড় দলের ক্ষেত্রে পদ প্রত্যাশী অনেক নেতা থাকেন, তাই কিছুটা হতাশা স্বাভাবিক। তবে আমরা চাই সবাই দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে প্রার্থীর পক্ষে কাজ করুক।”
তিনি আরও যোগ করেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক পরিবার। এখানে অনেক যোগ্য নেতার মধ্যে প্রতিযোগিতা থাকে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য একটাই — ধানের শীষের বিজয়। আমি বিশ্বাস করি, সবাই ব্যক্তিগত মনোভাব ভুলে দলের স্বার্থে কাজ করবে।”
সভাটি পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলুসহ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রাজশাহী-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এই আসনে চারজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে মিনু প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
শেয়ার করুন