মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দোয়ারাবাজারে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

আবু তাহের, দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আয়োজনে  স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সমস্যা নির্ণয় ও করণীয় নির্ধারণ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দোয়ারাবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রথমে স্বাস্থ্য ব্যবস্থার ওপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. দিব্যেন্দু রায় রাজীব। অপরদিকে পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিবেদন উপস্থাপন করেন প. প. পরিদর্শক রেদোয়ানুর রহমান।
এসময় উপস্থিত সাংবাদিক, শিক্ষক, মানবাধিকার কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল চিকিৎসক ও কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীলরা  স্বাস্থ্যসেবার উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, মতামত, পরামর্শ ও দাবি উপস্থাপন করেন। এসব প্রশ্নের গঠনমূলক জবাব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান।
আহুত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অফিসার জনাব শামসুদ্দিন খান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।
শেয়ার করুন