সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন ড. সেকান্দার আলী

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সেকান্দার আলী। সোমবার (৩ নভেম্বর) ১২টার সময় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদের কনফারেন্স রুমে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। একই সময়ে সদ্য সাবেক ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীকে বিদায় দেওয়া হয়।
আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলিসহ অন্য শিক্ষকবৃন্দ।
নবনিযুক্ত ডিন ড. সেকান্দার আলী বলেন, ” প্রতিষ্ঠাকালীন সময়ে থিওলজি অনুষদের যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো সেটা বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।”
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ” আপনারা পড়াশোনাকে যদি গ্লোবাল একটা স্ট্যান্ডার্ড নিয়ে যেতে পারেন, তাহলেই এ বিশ্ববিদ্যালয় সামনের দিকে অগ্রসর হবে। আপনারা অ্যাট্রাক্ট করবেন যাতে বাইরের ছাত্র আপনাদের এখানে এসে পড়ে। মুসলিম স্টুডেন্ট, পাকিস্তান, মালয়েশিয়া, তারপরে ইন্দোনেশিয়ার স্টুডেন্টরা এখানে এসে পড়ে। তারা এখানে রিসার্চ করে। আপনাদের যোগ্যতা আছে, তবে পাশাপাশি স্বপ্ন এবং পরিকল্পনা থাকতে হবে। তা নাহলে আপনারা সামনে অগ্রসর হতে পারবেন না।
তিনি আরও বলেন, ” আপনরা সবাই দশটা থেকে ৪টা পর্যন্ত ফ্যাকাল্টিতে সময় দিন। বাইরে থেকে এসে যারা রিসার্চের কাজটা করেন, সেটা বিশ্ববিদ্যালয়ে বসে করেন। আপনার ছাত্রকে নিয়ে আপনি রিসার্চ করেন। আপনি যখন বই লিখছেন, তখন আপনার দুইজন ছাত্রকে বা পাঁচজন ছাত্রকে সুযোগ দেন ম্যাটেরিয়ালস কালেক্ট করার। তাহলে ওর মধ্যেও আগ্রহ জন্ম নেবে।
শেয়ার করুন