সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্মারকলিপি পেশ করার পর শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন। তারা জানান, ড. জাকির নায়েক আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামী চিন্তাবিদ এবং মানবতাবাদী সংগঠক। তিনি কেবল ইসলাম প্রচার করেননি, বরং মানবকল্যাণমূলক নানা কর্মকাণ্ডেও নেতৃত্ব দিয়েছেন। তার প্রতিষ্ঠিত ‘ইউনাইটেড এইড’ সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো শিক্ষার্থী শিক্ষাবৃত্তি ও সহায়তা পাচ্ছেন।
এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আন্তর্জাতিক স্তরে মানবতার প্রতিনিধি হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। শিক্ষার্থীরা আরও বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী নীতির কারণে দেশে ফিরতে না পেরে তিনি মালয়েশিয়ায় রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্বাগত পেয়েছেন। এমন একজন মানবতাবাদী ও জ্ঞানচর্চার প্রতিভা সম্পন্ন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট দেওয়া হলে তা দেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে।
এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানান, বিশেষ সমাবর্তনের মাধ্যমে ড. জাকির নায়েককে এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হোক।





