রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৭৫৫

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ২৪৯ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।

এর বাইরে ঢাকা বিভাগে ১৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, বরিশাল বিভাগে ১৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, খুলনা বিভাগে ৫৮ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন করে ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত ২৪৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৭৭০ জন।

শেয়ার করুন