রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা


বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক অঙ্গনে আলোচিত ‘জুলাই সনদ’ এখন মোটাদাগে সবাই মেনে নিয়েছে। এখন সময় এসেছে, এই সনদে যেসব অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নের।

বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “দেশে চরম দলীয়করণ চলছে। প্রশাসনের শীর্ষ পর্যায়ের অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। শেখ হাসিনা ভেবেছিলেন, আজীবন তাদের জমিদারি চলবে, কিন্তু বাস্তবতা এখন ভিন্ন।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর অনেকের মানসিকতা বদলেছে, মানুষ এখন পরিবর্তনের পক্ষে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়।”

সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণার কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় বিএনপি সরকারের পরিকল্পনা ও দায়িত্ববোধ স্পষ্ট।”

রিজভী দাবি করেন, “বর্তমান সরকারের মধ্যে যারা দলীয়ভাবে জড়িত, তাদের অপসারণ না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা সুস্থ রাজনৈতিক যাত্রা চাই, কিন্তু ষড়যন্ত্র চলছে।”

শেয়ার করুন