শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে শীর্ষে বগুড়া বীট মডেল

৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এ সাঁতার বিভাগে চ্যাম্পিয়ন হয়ে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ দেশজুড়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) মিজ রেহানা ইয়াছমিন।

এবারের প্রতিযোগিতায় দেশের আটটি বিভাগের চারটি অঞ্চল অংশ নেয়। এর মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগভুক্ত চাপা অঞ্চল থেকে অংশগ্রহণ করা বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ সাঁতারে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের যারা এই সাফল্যে অবদান রেখেছেন তারা হলেন—

বড় (বালিকা) গ্রুপে: মোছাঃ ইসরাত জাহান বর্ষা (চ্যাম্পিয়ন)

মধ্যম (বালক) গ্রুপে: মোঃ রাইসুল ইসলাম রাহিদ (চ্যাম্পিয়ন)

মধ্যম (বালিকা) গ্রুপে: মোছাঃ মেহেজাবীন ইয়াসমিন (রানার-আপ)

তাদের এই সাফল্যে বগুড়া জেলায় আনন্দের বন্যা বইছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও জাতীয় পর্যায়ে আরও বড় অর্জনের প্রত্যাশা করছে।

শেয়ার করুন