রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। রোববার (২ নভেম্বর) বিকেল ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারের উদাসীনতা ও অবহেলার কারণে দীর্ঘদিন ধরে দেশের লাখো ইবতেদায়ি শিক্ষক অনিশ্চয়তায় রয়েছেন। তারা বলেন, “আজকের মধ্যেই যদি জাতীয়করণের ঘোষণা না আসে, তাহলে আমরা লংমার্চে নামবো।” পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত সিদ্ধান্ত নিয়ে শিক্ষকদের কর্মস্থলে ফেরার সুযোগ করে দিতে।

প্রসঙ্গত, সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে ধাপে ধাপে জাতীয়করণের সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে শিক্ষকরা গত ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, প্রশাসনিক জটিলতা ও ব্যক্তিগত প্রতিহিংসার কারণে জাতীয়করণের প্রক্রিয়া আটকে রাখা হয়েছে। তাদের ভাষায়, “বিভিন্ন অজুহাতে জাতীয়করণের কাজ স্থগিত রাখা হচ্ছে।” সরকারি ঘোষণা আসার নয় মাস পার হলেও তা বাস্তবায়িত না হওয়ায় আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।

শেয়ার করুন