রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে ক্রিপ্টোকারেন্সিতে বাণিজ্য করছে উত্তর কোরিয়া

জাতিসংঘের কড়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অবৈধ বাণিজ্যে জড়িয়েছে উত্তর কোরিয়া। ডিজিটাল মুদ্রা ব্যবহার করে দেশটি সামরিক সরঞ্জাম, কাঁচামাল ও অস্ত্র বাণিজ্যে লিপ্ত রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী সংস্থা মাল্টিল্যাটারাল স্যাংশনস মনিটরিং টিম (এমএসএমটি)

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, পিয়ংইয়ং বিদেশে বিপুল সংখ্যক আইটি কর্মী পাঠিয়ে অর্থ উপার্জন করছে এবং সেই অর্থ অবৈধভাবে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যয় করছে।

বার্তা সংস্থা এএফপি এমএসএমটির বরাতে জানায়, উত্তর কোরিয়ার সাইবার বাহিনী ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে অন্তত ১.৬৫ বিলিয়ন ডলার চুরি করেছে। এর মধ্যে শুধুমাত্র চলতি বছরের ফেব্রুয়ারিতেই ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিট থেকে ১.৪ বিলিয়ন ডলার আত্মসাৎ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের নিষেধাজ্ঞা এড়াতে উত্তর কোরিয়া অন্তত আটটি দেশে আইটি কর্মী পাঠিয়েছে—এর মধ্যে চীনে সবচেয়ে বেশি, এছাড়া রাশিয়া, লাওস, কম্বোডিয়া, নিরক্ষীয় গিনি, গিনি, নাইজেরিয়া ও তানজানিয়াতেও কর্মী পাঠানো হয়েছে।

বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই কর্মীদের পাঠানোর মূল উদ্দেশ্য বিদেশি মুদ্রা সংগ্রহ এবং প্রযুক্তিগত তথ্য অর্জন। এ ছাড়া ‘স্টেবলকয়েন’ নামের এক ধরনের ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে সামরিক সরঞ্জাম ও তামার মতো কাঁচামাল ক্রয়-বিক্রয়ের লেনদেনও সম্পন্ন করছে পিয়ংইয়ং।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের মাধ্যমে উত্তর কোরিয়া কেবল নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছে না, বরং বৈশ্বিক সাইবার নিরাপত্তার জন্যও নতুন হুমকি তৈরি করছে।

শেয়ার করুন