আব্দুস শহীদ, জকিগঞ্জ প্রতিনিধি :
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১ অক্টোবর) জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস।
সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জকিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং রাইজিংসান সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক খালেদ হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি তার বক্তব্যে সমবায় আন্দোলনের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, “সমবায় ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।” তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায় সমিতিগুলোর ভূমিকা অনস্বীকার্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) প্রনয় বিশ্বাস, জকিগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা সুজন মিয়া, এলজিডি কর্মকর্তা মোহাম্মদ মুহিবুর রহমান এবং সোনারবাংলা সমবায় সমিতির সভাপতি জাফরুর ইসলাম।
বিশেষ অতিথিরা সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন এবং সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ডা. হাবিবুল্লাহ মিসবাহ, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুস শহীদ শাকির, সাংবাদিক মোরশেদ লশ্কর, হাফিজ আব্দুল হালিম, সাবেক মেম্বার তজমুল আলী-সহ উপজেলার বিভিন্ন সমবায়ী নারী ও পুরুষ নেতৃবৃন্দ।
সমবায়ের এই বিশেষ দিনটিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সমবায়ী এবং কর্মকর্তাবৃন্দরা উপস্থিত হয়ে অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।





