আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব গন্ধদত্ত গ্রামে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার (০২ নভেম্বর) রাত আনুমানিক ৪টার দিকে দেলোয়ার হোসেন দিলু নামে এক ব্যক্তির বাড়িতে ঘরের জানালা ভেঙে প্রবেশ করে চোরেরা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ অর্থসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
বাড়ির মালিক দেলোয়ার হোসেন দিলু জানান, তিনি রাত ২টায় কোম্পানির অনলাইন কাজ শেষ করে ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে তার নবজাতক সন্তানের কান্নায় তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। এ সময় তিনি ঘরের ভেতরে দুজন চোরকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।তার স্ত্রীর চিৎকারে পরিবারের অন্য সদস্যরাও জেগে উঠলেও চোরেরা দ্রুত পালিয়ে যায়।
দেলোয়ার হোসেন দিলু গণমাধ্যমকে বলেন, “ঘরে এসে দেখি, আমার মানিব্যাগে থাকা ৬,৪০০ টাকা, ড্রয়ারে কিস্তির জন্য জমানো ১২,০০০ টাকা এবং স্ত্রীর স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা। সবমিলিয়ে লক্ষাধিক টাকার উপরে আমার ক্ষতি হয়েছে।”
বিএনপি নেতা ফয়জুর রহমান বলেন, আমাদের এলাকায় বারবার চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন। দিনের পর দিন এমন দুষ্কর্ম ঘটলেও চোরদের চিহ্নিত বা ধরা সম্ভব হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে চোরদের দ্রুত চিহ্নিত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।





