সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি বিকৃত করে পোস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক শেহরিন মামলা দায়ের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক শেহরিন আমিন ভূঁইয়া মোনামি সোমবার (৩ নভেম্বর) সকালে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন, তার ছবি বিকৃত করে বিভিন্ন ফেসবুক প্রোফাইল থেকে প্রকাশ করা হয়েছে, যা তার মর্যাদা হরণ করেছে এবং মানসিক কষ্টের কারণ হয়েছে।

মোনামি মামলায় মোট পাঁচ জনকে আসামি করা হয়েছে। ১নং আসামি সাংবাদিক ও সক্রিয় কর্মী মুজতবা খন্দকার, ২নং আসামি লেখক ও সামাজিক কর্মকাণ্ডী মহিউদ্দিন মোহাম্মদ, ৩নং আসামি ঢাকা কলেজের ছাত্র নিরব হোসাইন, ৪নং আসামি আশফাক হোসাইন ইভান এবং ৫নং আসামি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের উল্লেখ করা হয়েছে।

মোনামি এজাহারে উল্লেখ করেছেন, ১নং আসামি মুজতবা খন্দকার তার ফেসবুক অ্যাকাউন্টে তার ছবি অশ্লীলভাবে সম্পাদনা করে পোস্ট করেছেন এবং ক্যাপশন হিসেবে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি’। পোস্টের স্ক্রিনশট ও আসামির ফেসবুক লিংক এজাহারে সংযুক্ত করা হয়েছে।

২নং আসামি মহিউদ্দিন মোহাম্মদ তাকে ‘যৌন-কল্পনার উৎস’ হিসেবে উল্লেখ করে একটি ফটোকার্ড শেয়ার করেছেন এবং এ সংক্রান্ত কুরুচিপূর্ণ, মানহানিকর মন্তব্য করেছেন। তার পোস্টের স্ক্রিনশট ও ফেসবুক লিংকও এজাহারে যোগ করা হয়েছে।

ঢাকা কলেজের ছাত্র নিরব হোসাইন ৩নং আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত। তিনি একটি সংবাদপোর্টালের ফেসবুক পোস্টের মন্তব্যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। মন্তব্যের স্ক্রিনশট ও তার ফেসবুক আইডি লিংক এজাহারে যুক্ত করা হয়েছে।

৪নং আসামি আশফাক হোসাইন ইভান তার ফেসবুক অ্যাকাউন্টে এডিট করা অশ্লীল ছবি পোস্ট করেছেন। মোনামি এজাহারে ৫নং আসামি হিসেবে অজ্ঞাতনামা ব্যক্তিদের উল্লেখ করেছেন, যারা বিভিন্ন ফেসবুক প্রোফাইল থেকে ক্রমাগত তার ছবি বিকৃত করে অশ্লীলভাবে প্রকাশ করছে এবং কুরুচিপূর্ণ মন্তব্য করছে।

শেয়ার করুন