অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইসমাইল হোসেন (৩৪) অবশেষে ধরা পড়েছেন র্যাবের হাতে। দীর্ঘদিন ছদ্মবেশে আত্মগোপনে থাকা ইসমাইলকে রাজধানীর সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১২টা ৩০ মিনিটে র্যাব-৫ সিপিএসসি এবং র্যাব-৪ সিপিসি-২ এর একটি যৌথ দল ঢাকা জেলার সাভার থানাধীন নামা বাজার (বাটার গলি) এলাকায় অভিযান চালায়। অভিযানে রাজশাহী জেলার বাঘা থানার হরিরামপুর গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে মো. ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, ইসমাইলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান ছিল। মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মাদকবিরোধী অভিযানে র্যাবের এই সাফল্য আবারও প্রমাণ করল, অপরাধীরা যতই সময় পেরিয়ে যাক না কেন, আইনের চোখ এড়িয়ে বাঁচা সম্ভব নয়। সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের এমন ধারাবাহিক অভিযান দেশের জনমনে নতুন আস্থা যোগ করছে





