মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চূড়ান্ত নিবন্ধন পেল ৩টি রাজনৈতিক দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, তিনটি রাজনৈতিক দল চূড়ান্তভাবে নিবন্ধিত হয়েছে। এসব দলের মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

সিনিয়র সচিব বলেন, “এ নির্বাচনের জন্য এই তিনটি দলকে চূড়ান্তভাবে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন দেওয়া হয়েছে। এটি তাঁদের নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণের বৈধতা নিশ্চিত করে।”

তিনি আরও জানান, আগামীকাল বুধবার (৫ নভেম্বর) এসব দলকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি বা সংগঠন দাবি বা আপত্তি জানাতে চান, তাহলে পত্রিকায় সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, অভিযোগ বা আপত্তি জানাতে আবেদন করা যাবে ১২ নভেম্বর পর্যন্ত, এবং নির্ধারিত সময় শেষ হলে কমিশন গেজেটের মাধ্যমে চূড়ান্ত ঘোষণা দেবে।

নিবন্ধন প্রক্রিয়ার বিষয়ে আখতার আহমেদ আরও জানান, প্রাথমিকভাবে যেসব রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন, তাদের মধ্যে ৮টি দল শেষ পর্যন্ত চূড়ান্ত কোয়ালিফিকেশন পাননি। এছাড়া, রাজনৈতিক দল নেজামে ইসলাম পার্টি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত উচ্চ আদালতের আদেশের ভিত্তিতে নেওয়া হবে। অন্যদিকে ৩টি দলের বিষয়ে কমিশন আরও বিস্তারিত তদন্ত চালিয়েছে এবং ফলাফলে সিদ্ধান্ত এসেছে, তারা এইবারের নির্বাচনে নিবন্ধিত হবে না।

সিনিয়র সচিব জানান, নির্বাচন কমিশন এখন নিবন্ধন প্রক্রিয়ার প্রতিটি ধাপকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখার চেষ্টা করছে। নির্বাচনকে সুষ্ঠু ও প্রামাণিক করার লক্ষ্যেই দলগুলোর বৈধতা যাচাই ও আবেদন যাচাই কার্যক্রম সম্পন্ন হচ্ছে। তিনি আশ্বাস দেন যে, চূড়ান্ত নিবন্ধন প্রাপ্ত দলগুলো এখন আইনগতভাবে নির্বাচনী মাঠে অংশগ্রহণ করতে সক্ষম এবং ভোটারদের কাছে তাঁদের প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া বৈধভাবে উপস্থাপন করা যাবে।

এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন নিশ্চিত করতে চাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো অবশ্যই সংবিধান ও আইন অনুযায়ী নিবন্ধিত ও অনুমোদিত। এই ধাপের পরে নির্বাচন কমিশন সব প্রার্থীর মনোনয়নপত্র যাচাই ও দাখিল প্রক্রিয়া শুরু করবে, যা শেষ পর্যায়ে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের মাধ্যমে সম্পন্ন হবে।

শেয়ার করুন