ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবি নিয়ে সড়ক ব্লকেড কর্মসূচী নিজে দক্ষিণ চট্টগ্রামে ৩ উপজেলার সমন্বয়ে এক জরুরী সভা সম্পন্ন হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে লোহাগাড়ার একটি রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক দক্ষিণ চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারের প্রাণরেখা প্রতিদিন হাজারো মানুষ এই সড়কে চলাচল করেন, কিন্তু যানজট ও দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাই জনদুর্ভোগ কমাতে ও দেশের অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে মহাসড়কটি দ্রুত ৬ লাইনে উন্নীত করা এখন হাজারো প্রাণের আকুতি।
এসময় বক্তারা আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।তারা তুলে ধরেন ৬লাইন দাবি আদায় ইতিমধ্যে আমরা সামনে ব্লকেড কর্মসূচির প্রস্তুতির দিকে এগুচ্ছি৷
অনুষ্ঠানে তিন উপজেলার জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, দক্ষিণ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এই সড়কই দেশের পর্যটন, বাণিজ্য ও শিল্প খাতের মূলধারার সঙ্গে যুক্ত—তাই উন্নত ও নিরাপদ সড়ক গড়ে তোলাই টেকসই উন্নয়নের পূর্বশর্ত।
প্রোগ্রামে পরবর্তী যেকয়েকটি কর্মসূচি পালিত হবে তা হলো, উপজেলা ও জেলা পর্যায়ে স্মারকলিপি প্রদান, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সড়ক ব্লকেড সম্পর্কে অবগত করা। সড়ক ব্লকেড কর্মসূচীর পূর্বে সর্বেশেষ র্যালি ও গণসংযোগের মাধ্যমে জাতির কাছে সর্বশেষ বার্তা পৌঁছে দেওয়া।




