ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তার একক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে। এই উদ্দেশ্যে সোমবার দুপুর সাড়ে ১২টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সূত্র জানায়, বৈঠকটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভাব্য মিত্র রাজনৈতিক দলের জন্য কিছু আসন ফাঁকা রেখে প্রায় ২০০টি আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। আজকের বৈঠকে সাংগঠনিক টিমের সদস্যরাও উপস্থিত থাকবেন এবং তাদের সঙ্গে আলোচনা করে আসনভিত্তিক প্রাথমিক তালিকা দেওয়ার ব্যবস্থা থাকতে পারে। বেলা আড়াইটার দিকে সাংগঠনিক টিমের জন্য আরেকটি বৈঠক হওয়ার কথাও রয়েছে।
উভয় বৈঠকেই ভার্চুয়ালি উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে বৈঠকের বিস্তারিত এ পর্যন্ত স্থায়ী কমিটি বা সাংগঠনিক টিমের সদস্যদের জানানো হয়নি। রোববার তিনি বলেছেন, আসন্ন নির্বাচনের জন্য বিএনপি ৩০০ আসনে দলীয় প্রার্থী বা সমর্থিত প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্বাচনে অংশগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং পর্যায়ক্রমে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবে।
বিএনপির সূত্র জানায়, যে আসনে দল মনোনয়ন দেবে, সেই আসনকে জয়ী করার লক্ষ্যে জাতীয়তাবাদী শক্তি দ্বারা ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করা হবে। এছাড়া বৈঠকে জুলাই জাতীয় সনদ ইস্যু এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও আলোচনা হতে পারে।
বিএনপির দুই স্থায়ী কমিটির সদস্য জানিয়েছেন, সোমবারের বৈঠক মনোনয়ন ইস্যুতে ডাকা হয়েছে। প্রাথমিকভাবে সাংগঠনিক টিমের সঙ্গে আলোচনা করে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। গুলশান কার্যালয়ে চারজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হঠাৎ করে বৈঠকে ডাকা হয়েছিলেন।





