অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার :
গাজীপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর দিনব্যাপী তুরাগ নদী পথে গণসংযোগ করেছেন। শনিবার কালিয়াকৈর চাপাইর ব্রীজ এলাকা থেকে গণসংযোগ ও শোভাযাত্রাটি শুরু করে গাজীপুর সিটি করপোরেশন ১২ নং ওর্য়াড কড্ডা ব্রীজ এলাকায় গিয়ে শেষ হয়। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে প্রায় অর্ধ শতাধিক ইন্জিন চালিত ট্রলারে নিয়ে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে যাএা শুরু করেন।
নদীর মনোরম দূশ্যের মধ্য দিয়ে চলমাম এ দৃশ্য গণসংযোগ সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। সাধারণ মানুষের কাছে পৌঁছানোর, বিএনপির পক্ষ থেকে ৩১ দফা দাবি কথা বলার একটি আন্তরিক প্রয়াস। নদী পথে ইন্জিন চালিত ট্রলারে গণসংযোগ এক অনন্য উদ্যেগ বলে মনে করেন এলাকাবাসী।
নৌপথে শোভাযাত্রাটি কালিয়াকৈরের চাপাইর, নামা আশুলাইল, বাঁশতলী, বড়ইবাড়ী, কোন্দাঘাটা, রঘুনাথপুর, চা বাগান, মির্জাপুর, কোনাবাড়ি, কড্ডা প্রায় ১৫ কিলোমিটার যাতায়াত করে।
ইঞ্জিন চালিত ট্রলারে হাতে জাতীয় পতাকা, বাদ্য,ব্যানার, মাইক, ফেস্টুন নিয়ে ধানের শীষের পক্ষে প্রচারনা করেন। এ সময় তুরাগ নদীর দু’পাশে শত শত নারী পুরুষ দাঁড়িয়ে থেকে শোভাযাত্রার প্রতি শুভেচ্ছা প্রকাশ করেন। এ সময় বিভিন্ন স্হানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বোয়ালী ইউনিয়ন বিএনপির আহবায়ক সমীর কুমার গুহ জানান, বিএনপির সাবেক স্হায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর হাত ধরে আমি বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়েছি। আজ তার সন্তান ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী নেতৃত্বে দলের জন্য কাজ করে যাচ্ছি।
ব্যারিষ্টার ইশরাক সিদ্দিকী বলেন, সরকার জনগনের আশা পূরন করতে করতে ব্যর্থ হয়েছে। ধানের শীষ মানুষের অধিকার আদায়ের প্রতীক। ধানের শীষ মানে দেশের মানুষের মুক্তি। নৌপথে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন, চাপাইর ইউনিয়ন বিএনপির আহবায়ক এইচ এম শওকত ইমরান, সদস্য সচিব হাজী শামসুল হক, বোয়ালী ইউনিয়ন বিএনপির আহবায়ক সমীর কুমার গুহ, সদস্য সচিব অ্যাড্ রিপন আল হাসান, মৌচাক ইউনিয়নের আহবায়ক বেলায়েত হোসেন,
সদস্য সচিব নজরুল ইসলাম শিকদার, আটাবহ ইউনিয়নের আহবায়ক রফিক মোল্লা, সদস্য সচিব শফিকুল ইসলাম, সূএাপুর ইউনিয়নের আহবায়ক সানোয়ার হোসেন, সদস্য সচিব আরিফ মোল্লা, ঢালজোড়া ইউনিয়নের আহবায়ক অ্যাড. ফেরদৌস ও সদস্য সচিব শেখ ফরিদ প্রমুখ। এ ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ গনসংয়োগে অংশ গ্রহন করেন।





