রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরের ধর্ষণের শিকার মাদ্রাসা শিক্ষার্থীর পাশে আলেম ওলামা ও আপ বাংলাদেশ

ইয়াকুব আলী তালুকদা, গাজীপুর:

আজ ১৮ অক্টোবর (শনিবার) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নে পূর্ব মৌচাকে হিন্দু যুবক জয় কুমার দাস এবং তার সহযোগী কর্তৃক কিশোরী ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কিশোরীর সার্বিক খোঁজখবর নিতে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আপ বাংলাদেশের নেতৃবৃন্দ।

এর আগে গাজীপুরের অসংখ্য আলেম ওলামার উদ্যোগে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তি ফাঁসির দাবিতে বাদ জুমা গাজীপুরের মৌচাকে হাজার হাজার মুসল্লী ও আলেম ওলামা এবং তৌহিদী মুসলিম জনতা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুধু মোচাকেই নয় মৌচাক ও গাজীপুরের বিভিন্ন জায়গায়, ঢাকাসহ দেশের আরও বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন ও মুসলিম জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এবং খবরটি খুব দ্রুত মিডিয়ার মাধ্যমে সারা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। ধর্ষণকারীর বিচার না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

১৭ অক্টোবর (শুক্রবার)  সন্ধ্যায় আপ বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক মো আব্দুল আজিজ ভূঁইয়ার নেতৃত্বে সেখানে আরো উপস্থিত ছিলেন আপ বাংলাদেশ গাজীপুর মহানগর আহ্বায়ক আবু সাঈদ মো নোমান, যুগ্ম সদস্য সচিব মো জুলফিকার আলী জিহাদ, গাজীপুর জেলা যুগ্ম সদস্য সচিব মো সিয়াম সরদারসহ আরও অনেক স্থানীয় নেতৃবৃন্দ।

এসময়ে নেতৃবৃন্দ ভুক্তভোগীর পিতা-মাতার সাথে কথা বলেন ও সার্বিক খোঁজখবর নেন। নেতৃবৃন্দ মামলার ব্যাপারে ও অভিযুক্তদের গ্রেফতারের বিষয়ে জানেন, সেইসাথে পরিবারকে শান্তনা দেন এবং ন্যায় বিচারে সার্বিকভাবে পাশে থাকার আশ্বাস দেন।

শেয়ার করুন