ওয়াসিউর রহমান :
মোবাইল জুয়ায় আসক্ত সাভারের নিম্ন ও সল্প আয়ের মানুষ। এ নেশায় জড়িয়ে পড়ছে স্কুল কলেজ পুড়ুয়া শিক্ষার্থীরাও । আইপিএল, বিপিএল, ঘরোয়া ক্রিকেট কিংবা আন্তর্জাতিক – সব ধরণের ক্রিকেট ম্যাচেই ধরছে বেটিং।
সাভারের গেণ্ডা, নামাগেণ্ডা, মজিদপুর, সাদাপুর, ব্যাংক টাউন সহ বিভিন্ন এলাকায় অনুসন্ধান করে দেখা যায় বিভিন্ন টল দোকান, চায়ের দোকান বা মোড়ে মোড়ে বসে এ জুয়ার আসর। রাতে বেশি সক্রিয় দেখা যায় তাদের । কখনো কখনো এ আসরে নেশা দ্রব্যের উপস্থিতি পাওয়া যায়। চলে সিগারেট, গাঁজা, ইয়াবা সেবন সহ মদ্যপান।
Wicket71 এবং 1xBet সহ বেশ কিছু অজানা অ্যাপ ব্যবহার করে তারা এই ধরণের অপরাধে জড়িয়ে পড়ছে। বেটিং এর টাকা জোগান দিতে চুরি, ছিনতাইযের মত ঘটনাও ঘটাচ্ছে। পারিবারিক কলহ থেকে বাড়ছে খুনের মত অপরাধ।





