নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ফোনকল পেয়েছেন। শনিবার (১ নভেম্বর) প্রায় আধঘণ্টা ধরে চলা সেই আলাপচারিতায় ওবামা মামদানির নির্বাচনী প্রচারণার প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাঁর “বিশ্বস্ত উপদেষ্টা” হিসেবে পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন।
মামদানির মুখপাত্র ডোরা পেকেচ বিষয়টি নিশ্চিত করে জানান, ওবামার এই সমর্থনমূলক কথাগুলোকে মামদানি গভীর কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, দুইজনই নিউইয়র্কে নতুন ধরণের অংশগ্রহণমূলক রাজনীতি গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবারের নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, মামদানির রাজনৈতিক যাত্রায় আগ্রহী রয়েছেন ওবামা। নতুন প্রশাসন গঠন, প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং উপদেষ্টা নিয়োগ– এসব বিষয় নিয়েও তাঁদের মধ্যে কথা হয়। নির্বাচনে বিজয়ী হলে যেকোনো বিষয়ে মতামত বা পরামর্শের জন্য মামদানির পাশে “সাউন্ডিং বোর্ড” হিসেবে কাজ করতে চান বলেও জানান ওবামা।
একই দিনে ওবামা নিউ জার্সির গভর্নর প্রার্থী মিকি শেরিল ও ভার্জিনিয়ার গভর্নর প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গারের প্রচারসভাতেও যোগ দেন।
উগান্ডা-জন্ম মার্কিন স্টেট অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানি আগামী ৪ নভেম্বরের নির্বাচনে এগিয়ে আছেন বলে বিভিন্ন জরিপে ইঙ্গিত পাওয়া গেছে। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো—যিনি ডেমোক্র্যাটিক প্রাইমারিতে পরাজয়ের পর এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী হিসেবে লড়ছেন গার্ডিয়ান অ্যাঞ্জেলস সংগঠনের প্রতিষ্ঠাতা কার্টিস স্লিওয়া।
তিনটি পৃথক জরিপে দেখা গেছে, মামদানি বর্তমানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত এগিয়ে রয়েছেন।





