শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঐকমত্য কমিশনকে নিয়ে অভিযোগ সালাহউদ্দিন আহমদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য তৈরির প্রচেষ্টা নিয়েছে। তিনি এ মন্তব্য করেন কমিশনের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর। একই সঙ্গে কার্যক্রম শেষ করায় তিনি কমিশনকে ধন্যবাদও দিয়েছেন।

সালাহউদ্দিন জানান, জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করলেও বহির্ভূত অনেক পরামর্শ ও সুপারিশ আদেশের খসড়ায় যুক্ত করা হয়েছে। তিনি বলেন, “সনদে ৮৪টি দফা রয়েছে, সেখানে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট স্পষ্টভাবে উল্লেখ আছে। কিন্তু সুপারিশমালায় তা অন্তর্ভুক্ত হয়নি।”

তিনি আরও বলেন, কমিশনের সুপারিশে গণভোট আয়োজনের বিষয়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিন অনুষ্ঠান করার কথা বলা হয়েছে। তবে নতুনভাবে সংবিধান সংস্কার পরিষদের নামে একটি বিষয় সংযুক্ত করা হয়েছে, যা আগে কমিশনের আলোচনায় কখনো ওঠেনি এবং এ বিষয়ে কোনো ঐকমত্য হয়নি।

শেয়ার করুন