জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর দেশে ফিরেই নতুন স্বপ্ন দেখছেন—তরুণ শিল্পীদের জন্য বিশ্বমানের একটি মিউজিক স্কুল গড়ে তোলা। তেজগাঁওয়ে নির্মাণাধীন বিএফডিসি কমপ্লেক্সে প্রতিষ্ঠা করতে চান তিনি এই স্কুলটি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে টানা দুই মাসের সংগীত সফর শেষে দেশে ফিরে আসিফ জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্র সফরের সময় বিভিন্ন নামকরা মিউজিক স্কুল ঘুরে দেখেছেন এবং সেসব প্রতিষ্ঠানের ধারণা অনুযায়ী বাংলাদেশেও একটি আধুনিক মিউজিক স্কুল গড়ে তুলতে চান।
আসিফ বলেন, “আমি সবসময় নতুন শিল্পীদের সঙ্গে কাজ করেছি। তরুণদের নিয়েই আমার পথচলা। দেশে অসংখ্য মেধাবী ছেলে-মেয়ে আছে, কিন্তু সুযোগের অভাবে তারা নিজেদের প্রতিভা কাজে লাগাতে পারছে না। যারা গান শিখতে চায়, তাদের জন্য ভালো মানের কোনো সংগীত শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাই এফডিসির নতুন কমপ্লেক্সে একটি মিউজিক স্কুল করার পরিকল্পনা করছি।”
তিনি আরও বলেন, “আমেরিকা ট্যুরে গিয়ে বিভিন্ন মিউজিক স্কুলের ছবি ও ভিডিও ধারণ করেছি। সেসব স্কুলের মডেল অনুসরণ করে আমাদের এখানে একটি বিশ্বমানের মিউজিক স্কুল গড়ে তুলতে চাই। আমাদের সংগীতে অনেক ঘাটতি আছে, এখনই সময় সেই ফাঁকগুলো পূরণ করার।”
সংগীতের পাশাপাশি ক্রিকেট নিয়েও এখন ব্যস্ত সময় পার করছেন এই কণ্ঠশিল্পী। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক দলের দায়িত্ব পেয়েছেন। তরুণ ক্রিকেটারদের দক্ষতা বিকাশে এরই মধ্যে একটি কর্মপরিকল্পনা জমা দিয়েছেন তিনি।
আসিফ বলেন, “একসময় ক্রিকেট খেলতাম, এখন তরুণ ক্রিকেটারদের নিয়ে নতুন দায়িত্ব পেয়েছি। সংগীত আর ক্রিকেট—দুই দিকেই নতুন প্রজন্মকে এগিয়ে নিতে চাই। আমার অর্জনগুলো যেন শুধু আমার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং তা পরবর্তী প্রজন্মের কাজে লাগে, সেটাই আমার লক্ষ্য।”





