গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯২ জনে।
এদিকে গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ১০১ জন। চলতি বছরে মোট হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা এখন ৭৩ হাজার ৯২৩ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, হাসপাতাল থেকে মোট ৭০ হাজার ৫২৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৩৯৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।





