বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

উপদেষ্টা পরিষদ অনুমোদন করলো গুম প্রতিরোধ ও সুরক্ষা আইন খসড়া

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, “সরকার চাইছে যেন দেশের কোনো মানুষ আর কখনও গুমের শিকার না হয়। এই লক্ষ্যেই আইন প্রণয়ন করা হচ্ছে।”

প্রেস সচিব আরও জানান, উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে থাকা কিছু স্থলবন্দর সম্পর্কেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও, বাল্লা স্থলবন্দরের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই স্থলবন্দরগুলিতে বর্তমানে কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না। এছাড়াও আরও চারটি স্থলবন্দরের ভবিষ্যত ব্যবস্থাপনা পরবর্তী সময়ে আলোচনা করা হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, প্রতি বছর ১৭ অক্টোবর লালন সাঁই-এর তিরোধান দিবস ‘ক’ শ্রেণির দিবস হিসেবে উদযাপন করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এর আগে কবি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম ও মৃত্যুবার্ষিকীকে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছিল।

শেয়ার করুন