শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

“ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’”

নির্বাচন কমিশন (ইসি) প্রতীক তালিকায় নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করেছে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এর ক্ষমতাবলে এবং ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বিধির আওতায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০-এর দফার অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত অন্যান্য প্রতীক থেকে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।

ইসি সূত্রে জানা গেছে, ‘শাপলা কলি’ তালিকার ১০২ নাম্বারে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটি আগামী নির্বাচনে প্রার্থীদের জন্য ব্যবহারযোগ্য হবে।

শেয়ার করুন