রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসির অনুমোদনে ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচনে নামছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলি প্রতীকের মধ্যে হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

রোববার (২ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

দীর্ঘ চার মাস নয় দিনের আলোচনার পর ‘শাপলা কলি’ প্রতীক ব্যবহারে সম্মতি দিয়েছে এনসিপি, বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “আমরা ইসিতে শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলি—এই তিনটি প্রতীক প্রস্তাব করেছিলাম। এর মধ্যে যদি শাপলা কলি অনুমোদন দেওয়া হয়, সেটিই আমরা গ্রহণ করব।”

সম্ভাব্য রাজনৈতিক জোট প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি ও জামায়াত যদি সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি এবং গডফাদারতন্ত্রের রাজনীতি থেকে সরে আসে, তবে আমরা জোটে যাওয়ার ব্যাপারে চিন্তা করতে পারি।”

এ সময় তিনি আরও বলেন, গণভোট নির্বাচনের দিন হোক বা তার আগে—সব অবস্থাতেই তা যেন অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, এটাই এনসিপির প্রত্যাশা।

শেয়ার করুন