নারায়ণগঞ্জে শনিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত ‘আজমতে সাহাবা’ শীর্ষক ইসলামী সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করতে চায়।
ভাষণে তিনি বলেন, “বাংলাদেশে বিশেষ করে নির্বাচনের সময় ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা এবং বিভিন্ন কৌশলে নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলের বিষয়টি লক্ষ্য করা যায়। এখন এই প্রবণতা আরও বেড়ে গেছে। কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থ হাসিলের জন্য ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভাজন তৈরি করতে চায় এবং ইসলামের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।”
সালাহউদ্দিন আরও বলেন, “এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রথমে ধর্মকে এবং পরে জীবনকে গুরুত্ব দিতে হবে। রাজনীতির নামে ইসলামকে এমন জায়গায় নেওয়া উচিত নয় যেখানে তা দ্বীনের ক্ষতি করতে পারে। এজন্য আজমতে সাহাবা সম্মেলনের মতো উদ্যোগ আরও বেশি প্রয়োজন।”
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। তবে সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান মঞ্চে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা শাখার আমির মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে সম্পন্ন হয়। এতে বিএনপি, জমিয়তে উলামা ইসলাম এবং হেফাজতে ইসলামের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।




