ইরান শত্রুপক্ষের আক্রমণ মোকাবিলার জন্য ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র নগরী’ নির্মাণের পরিকল্পনা করছে। দেশটির প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা জলালি বলেন, এই নগরীগুলো ইরানের প্রতিরোধমূলক প্রতিরক্ষা নীতির সাফল্যের প্রতীক।
তেহরানে এক অনুষ্ঠানে জেনারেল জলালি জানান, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক বিমান ও মহাকাশ বিভাগের প্রধান মেজর জেনারেল আমিরআলি হাজিজাদেহ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীর নকশা ও নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
জেনারেল জলালি বলেন, ‘১২ দিনের প্রতিরোধমূলক প্রতিরক্ষা অভিযানে ইরান শত্রুদের ওপর সামরিক প্রভাব তৈরি করতে সক্ষম হয়। তবে কিছু দুর্বলতাও দেখা দেয়, যা দ্রুত সমাধান করা জরুরি।’
তিনি আরও জানান, সশস্ত্র বাহিনী ও সরকারের নির্দেশনায় প্যাসিভ ডিফেন্সের কর্মসূচি জোরদার করা হচ্ছে এবং মহড়া ও বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম চালানো হচ্ছে।





