রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইমার্জিং এশিয়া কাপে জায়গা পেতে পারেন তরুণ ওপেনার জাওয়াদ আবরার

বাংলাদেশের ক্রিকেট অঙ্গন এখন নানা প্রতিযোগিতায় সরব। জাতীয় দলের সিরিজ শেষ হলেও মাঠে চলছে এনসিএলের চারদিনের প্রথম শ্রেণির ম্যাচ। এরই মধ্যে বয়সভিত্তিক দলগুলোরও ব্যস্ততা বেড়েছে। রাজশাহীতে চলছে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের ওয়ানডে সিরিজ। অন্যদিকে আগামী ১২ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ, যেখানে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা জোরালো তরুণ ওপেনার জাওয়াদ আবরারের

এবার টুর্নামেন্টটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ’। এই প্রতিযোগিতায় অংশ নেবে আটটি দল। বাংলাদেশ ‘এ’ দল পড়েছে ‘এ’ গ্রুপে—সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ এবং হংকং জাতীয় দল। অন্যদিকে ‘বি’ গ্রুপে থাকবে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

বাংলাদেশের হয়ে এই টুর্নামেন্টে সাধারণত জাতীয় দলে জায়গা না পাওয়া বা ভবিষ্যতের সম্ভাবনাময় খেলোয়াড়রাই ডাক পান। বিসিবির একটি সূত্র জানিয়েছে, অ্যাটাকিং ওপেনার হিসেবে জাওয়াদ আবরারকে টিম ম্যানেজমেন্ট দলে রাখার পরিকল্পনা করছে। যদিও সাম্প্রতিক দুই সিরিজে ব্যাট হাতে খুব একটা ছন্দে ছিলেন না তিনি। তবু তরুণদের ওপর আস্থা রেখে এবং অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে মিশ্র দল গঠনের দিকেই ঝুঁকছে বোর্ড।

আগামী ১২ থেকে ২৫ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ। ২০২৪ সাল থেকে ‘এ’ দলের প্রতিযোগিতা হিসেবেই এটি আয়োজন করা হচ্ছে। লিস্ট ‘এ’ স্বীকৃতিপ্রাপ্ত এই আসরকে ঘিরে বাংলাদেশ দলও ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে।

শেয়ার করুন