শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক মিডিয়ায় হাসিনার সাক্ষাৎকার নিয়ে এখনও চূড়ান্ত মন্তব্য হয়নি: প্রেস সচিব

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘের রিপোর্টেও প্রমাণিত যে একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা মানবাধিকার লঙ্ঘন এবং এরকম ভয়ানকভাবে কেউ করেননি। আল জাজিরার একটা প্রোগ্রামে দেখা গেছে— তিনি খুন করার নির্দেশ দিচ্ছেন। যারা তার ইন্টারভিউ করছেন, আমরা মনে করি, অবশ্যই এই কনটেক্সট (পটভূমি) যেন কেউ ভুলে না যান।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের গণমাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার সাক্ষাৎকার এবং আন্তর্জাতিক গণমাধ্যমে তার বক্তব্য নিয়ে তারা প্রশ্ন করেছিলেন।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই মন্তব্য করতে পারবেন। আর রয়টার্সের আজকের সাক্ষাৎকার আমরা আগে পর্যবেক্ষণ করি, তারপরই এ নিয়ে মন্তব্য করা সম্ভব হবে।

তিনি আরও জানান, “গতকাল স্থানীয় এক সংবাদমাধ্যমে দেখেছি, সেখানে আন্তর্জাতিক আদালতে তার দলের কর্মকাণ্ডের উল্লেখ এসেছে। কিন্তু মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতার কোনো দিক তুলে ধরা হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক।”

প্রেস সচিব আরও বলেন, “আমরা এখনও ইন্টারভিউটি দেখিনি। তবে আওয়ামী লীগকে কার্যত আমরা সেখানে দেখি না। তারা শুধু দু’একটি অস্থায়ী মিছিল আয়োজন করে এবং সেই অনুযায়ী আর্থিক সুবিধা নিচ্ছে।”

তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ দাবি করছে ৪০০ জন নিহত হয়েছেন। অথচ যারা অভিযোগ দিচ্ছে, তারা আমাদের দেশের অর্থ হাতিয়ে নিয়ে যুক্তরাজ্যের ব্যয়বহুল ল ফার্ম নিয়োগ করেছে। এই ধরনের কর্মকাণ্ডে তারা আমাদের দেশের চুরি করা অর্থ ব্যবহার করছে, যা কিছু মানুষ আবার প্রচারও করছে।”

প্রেস সচিব আরও বলেন, “দেশে কিছু পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করার পরিকল্পনা করছে, আমরা তা স্পষ্টভাবে দেখছি। প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। কারণ পতিত স্বৈরশাসক ও তাদের সহযোগীরা দেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাইবে না। গত ১৫ বছরে সাধারণ নির্বাচন সহ তৃণমূল পর্যায়ের বহু নির্বাচনও সুষ্ঠু হয়নি। তাই তারা চাইবে না কোনো সুষ্ঠু নির্বাচন হোক এবং দেশকে অস্থিতিশীল করতে চাইবে। প্রধান উপদেষ্টার লক্ষ্য একটাই— দেশের ইতিহাসে সর্বোত্তম নির্বাচন নিশ্চিত করা।”

তিনি আরও যোগ করেন, “আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে সম্পূর্ণভাবে প্রস্তুত।”

শেয়ার করুন