রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ইরানের বড় বেসরকারি ব্যাংক ‘আয়ান্দে’ দেউলিয়া

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যেই ইরান সরকার দেশের অন্যতম বড় বেসরকারি ব্যাংক ‘আয়ান্দে ব্যাংক’-কে দেউলিয়া ঘোষণা করেছে। ব্যাংকটির সব সম্পদ এখন রাষ্ট্রীয় মালিকানাধীন মেল্লি ব্যাংকের অধীনে নেওয়া হয়েছে।

দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে প্রতিষ্ঠিত আয়ান্দে ব্যাংকের দেশে ২৭০টি শাখা ছিল, যার মধ্যে ১৫০টি তেহরানে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ঋণ ও লোকসানের কারণে ব্যাংক কার্যত অচল হয়ে পড়ে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, ব্যাংকটির মোট লোকসান প্রায় ৫২০ কোটি ডলার এবং ঋণের পরিমাণ প্রায় ২৯০ কোটি ডলার।

আজ শুক্রবার তেহরানে ব্যাংকটির শাখাগুলোর বাইরে গ্রাহকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন। পুলিশও মোতায়েন ছিল। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, মেল্লি ব্যাংক আয়ান্দের সব সম্পদ নিয়ন্ত্রণে নিয়েছে। মেল্লি ব্যাংকের পরিচালক আবুলফজল নাজারজাদে বলেছেন, “জমাদারদের আমানত নিরাপদ, তারা তাদের টাকা তুলতে পারবেন।”

ইরানের অর্থমন্ত্রী আলি মাদানিজাদে বলেন, “আয়ান্দে ব্যাংকের গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।” কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা হামিদরেজা ঘানিয়াবাদি জানিয়েছেন, অনাদায়ী ঋণই দেউলিয়া ঘোষণার মূল কারণ। ব্যাংকটির তহবিলের ৯০ শতাংশের বেশি অর্থ ব্যাংকের মালিকানাধীন প্রকল্প বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে দেওয়া হয়েছিল, যা ফেরত পাননি।

আয়ান্দে ব্যাংক তেহরানের বিলাসবহুল ইরান মল শপিং কমপ্লেক্সেও অর্থায়ন করেছিল। তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, আয়ান্দে ছাড়াও আরও পাঁচটি ইরানি ব্যাংক—সারমায়েহ, দেই, সেপাহ, ইরান জামিন ও মেলাল—আর্থিক সংকটে রয়েছে।

জাতিসংঘ গত সেপ্টেম্বরে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল পারমাণবিক স্থাপনায় হামলার পর এই নিষেধাজ্ঞা কার্যকর হয়।

শেয়ার করুন