শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজাদ জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা

পাকিস্তান ঘোষণা করেছে, আজাদ জম্মু ও কাশ্মীরের মিরপুরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে। লক্ষ্য হচ্ছে লাখ লাখ প্রবাসী এবং স্থানীয় নাগরিকের জন্য আধুনিক বিমান চলাচলের সুবিধা নিশ্চিত করা।

সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, চলতি অর্থবছরের মধ্যে বিমানবন্দরের নির্মাণকাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি ইতোমধ্যেই প্রযুক্তিগত যাচাই এবং উপযুক্ত স্থানের নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিক মূল্যায়ন ও সমীক্ষা ডিসেম্বর ২০২৫ নাগাদ সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।

প্রকল্প অনুমোদনের পর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু হবে। নতুন বিমানবন্দর চালু হলে আজাদ জম্মু ও কাশ্মীরের জনগণ বিশেষ করে বিদেশে বসবাসরত প্রবাসীদের যাতায়াতে সুবিধা পাবেন। ইসলামাবাদ বা অন্যান্য প্রদেশের দূরবর্তী বিমানবন্দরের ওপর নির্ভরশীলতা কমবে।

বিমানবন্দরটির ফলে স্থানীয় অর্থনীতি সচল হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক বাণিজ্যও উজ্জীবিত হবে। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, সব প্রযুক্তিগত ও লজিস্টিক বিষয় নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে।

শেয়ার করুন