বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামী পাঁচ বছর ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন ১২তম আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানা আগের মতোই মেগাস্টার শাকিব খান ও তার প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টসের কাছে থাকবে। বিসিবি সূত্রের খবর অনুযায়ী, শাকিব খান আগামী পাঁচ বছরের জন্য দলটির মালিক থাকবেন।

গত আসরে প্রথমবার বিপিএলে অংশ নেওয়া ঢাকা ক্যাপিটালসের দল অবশ্য চূড়ান্ত জয় হাসি উপভোগ করতে পারেনি। তবুও শাকিব খানের উপস্থিতি ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। গ্যালারিতে তার দর্শকপ্রিয়তা দলের জন্য বিশেষ মনোযোগ আকর্ষণ করেছিল।

প্রথমবার মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর শাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরবর্তী আসরে তার দল আরও শক্তিশালী, আক্রমণাত্মক এবং জয়ের জন্য প্রস্তুত থাকবে। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেবে বলে আশা করা হচ্ছে।

এবারের আসরে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে—ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। খুলনা ও বরিশাল এবার অংশ নিচ্ছে না। বিপিএলের অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা হলো—ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ) এবং সিলেট (ক্রিকেট উইথ সামি)।

আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর এবং ফাইনাল খেলা হবে ১৬ জানুয়ারি।

শেয়ার করুন