ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) ট্রেসি অ্যান জ্যাকবসন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আইজিপির অফিস কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থাপনায় পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রশংসনীয়।
এ সময় উভয়ে পুলিশের সংস্কার কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, এবং পারস্পরিক সহযোগিতা জোরদার বিষয়েও আলোচনা করেন। ট্রেসি অ্যান জ্যাকবসন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানতে চান।
আইজিপি বাহারুল আলম জানান, বাংলাদেশ পুলিশ বিদেশি কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। তিনি বলেন, “আমরা সবসময় বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ নিবিড় প্রশিক্ষণ ও কৌশলগত প্রস্তুতি গ্রহণ করেছে। বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।





