অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহী জেলার বাগমারা থানা জোতিনগঞ্জ বাজার এলাকায় হোমিওপ্যাথির আড়ালে চলছিল অবৈধ অ্যালকোহল বাণিজ্য। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ নভেম্বর) রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এর একটি দল অভিযান চালিয়ে ১১৬ বোতল (প্রায় ১১.৬ লিটার) অ্যালকোহল উদ্ধার করেছে। এ সময় মো. হোসেন আলী (৫০) নামে এক সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি বাগমারা থানার মন্দিয়াল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। র্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি ওষুধের আড়ালে ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। স্থানীয় যুব সমাজের কাছে এসব ‘ওষুধ’ নামের অ্যালকোহল সরবরাহ করতেন তিনি।
অভিযান চলাকালে হোসেন আলীর ব্যবহৃত মোবাইল ফোনসহ একটি বাজারের ব্যাগে লুকানো অবস্থায় অ্যালকোহলের বোতলগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, রাজশাহীর বিভিন্ন স্থান থেকে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে অধিক মুনাফার আশায় জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
র্যাব জানায়, এই ধরনের অ্যালকোহল সেবনে সম্প্রতি রাজশাহীর বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনাও ঘটেছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
ঘটনাটি তদন্তের জন্য বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





