নিজ গ্রামের মানুষদের অন্তর থেকে পাওয়া সমর্থন ও স্নেহে অভিভূত হয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। রোববার রাতের নির্বাচনি মতবিনিময় অনুষ্ঠানে নারী-পুরুষ মিলিত হয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি উল্লেখ করেন, কিবরিয়া হত্যা মামলায় মিথ্যা অভিযোগ আনা হয়েছিল এবং ধমক দিয়ে বলা হয়েছিল, তার ফাঁসি হতে পারে। তবে তিনি বলেন, “যিনি রক্ষা করেন, তিনিই সঠিক বিচার দেন।” এ সময় তিনি আদালতের সামনে বলেছিলেন, ওই মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা তার পক্ষে সম্ভব নয়।
তিনি আরও বলেন, মামলার সময় তদন্তকারী কর্মকর্তা মেহেরুন্নেছা পারুল আদালতে স্বীকার করেছেন যে, শেখ হাসিনা তাকে নির্দেশ দিয়েছিলেন নির্দিষ্ট ব্যক্তিদের আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে। গউছ বলেন, সাবেক এমপি আবু জাহিরও চাপ প্রয়োগ করেছিলেন। তবে আল্লাহর বিচার ঠিকমতো হয়েছে, এবং দম্ভ দেখানো ব্যক্তিদের ক্ষমতা ভেঙে গেছে।
জিকে গউছ আরও জানান, তার কারণে গ্রামের কেউ শান্তিতে ছিলেন না। এমন কোনো পরিবার নেই যেটি নির্যাতনের হাত থেকে মুক্ত ছিল, এমন কোনো যুবক নেই যিনি নিরাপদ ছিলেন। পুলিশের উপস্থিতির কারণে মসজিদেও মানুষ স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারেননি। তিনি গ্রামীণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না।”
হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পয়েন্টে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন গ্রামের প্রধান সর্দার শহিদুর রহমান লাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। সঞ্চালনা করেন সফিকুর রহমান সিতু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুস সালাম, মাহবুবুল হক হেলাল ও শ্যামল আহমেদ সর্দার।
								
															




