হাটহাজারীতে প্রতিনিধি :
হাটহাজারীতে পরিবেশন আইন অমান্য করে নানা কৌশল ও লুকোচুরির মধ্য দিয়ে ছড়ার অংশ দখল করে ভবন নির্মাণ কাজ চলছেই। কিছুতেই থামানো যাচ্ছেনা ছড়ার অংশ দখল।
পৌর সদরের ৩নং ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর শায়েস্তা খাঁ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মরা ছড়া দখল করে নির্মাণাধীন ভবনের পাইলিং এর কাজ করতে গিয়ে জায়গাটির গাইডওয়াল ছড়ার উপর ধ্বসে পড়েছে। আবার অপর পাশে নির্মাণ সামগ্রী রাখার জন্য ভরাট করে ফেলা হয়েছে ছড়াটিতে নামার সিড়িও।
বুধবার (০৫ নভেম্বর) সরেজমিনে ঘুরে দেখা যায়, নিজের মালিকানা জায়গা দাবি করে ছড়ায় প্রবাহমান পানির মধ্যে দেওয়া হচ্ছে ঢালাই।
স্থানীয় বাসিন্দা কাজী নুরুল আলম জানান, বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর গত রবিবার প্রশাসন স্থানীয়দের ছাড়াই মালিকপক্ষের লোকজন নিয়ে জায়গা পরিমাপ করেছেন।
স্থানীয় বাসিন্দা আফসার জানান, রবিবার ০২ নভেম্বর প্রশাসনের লোকজন এসে পক্ষপাতিত্বমূলক জায়গা পরিমাপ করে কোনমতে দায় সেরেছেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, জায়গা পরিমাপের সময় স্থানীয়দের বাইরে রেখে মালিক পক্ষের লোকজন নিয়ে জায়গা পরিমাপ করেছে প্রশাসন।
স্থানীয় বাসিন্দা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান দৌলত জানান, আরএস খতিয়ানমূলে উক্ত জায়গায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গা থাকলেও সরকারি তহশীলদার কথিত এক ফেসবুক টিভি পেইজের এডমিনের হস্তক্ষেপে বিএস খতিয়ানমূলে ভবন মালিকের ইচ্ছানুসারে জায়গা পরিমাপ করেছেন। এতে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ছড়া দখল করে ভবন নির্মাণ ও ডাস্টবিন সরানো নিয়ে পৌর প্রশাসক বরাবরে এলাকাবাসীর পক্ষে একটি অভিযোগও দেয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গা দখল করে ভবণ নির্মাণ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহীন বাদশা গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এ বিষয়ে অফিসে আসলে পরিচালক ল্যান্ডের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বুধবার বিকালের দিকে জানান, আমি খবর পাওয়ার পর একটু পূর্বে ঘটনাস্থলে গিয়ে চিহ্নিত করে দেয়া জায়গার বাইরে গিয়ে করা কাজ বন্ধ করে সতর্ক করে দিয়েছি।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, আমরা গত রবিবার জায়গা পরিমাপ করে দিয়ে এসেছি। যদি এর বাইরে গিয়ে ছড়ার জায়গা দখল করে কাজ করে থাকলে তা ভেঙ্গে দেওয়া হবে





