সোনারগাঁ, প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত সোনারগাঁ উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুবদলের আহ্বায়ক আতাউর রহমান।
সোমবার সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁ দক্ষিণপাড়া মসজিদ হতে শাহ আলমের বাড়ি পর্যন্ত রাস্তা, বিষন্দী বাজারের অভ্যন্তরীণ রাস্তা এবং মেতুয়াকান্দী মেইন রাস্তা হতে বাহাউদ্দীন মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। এসব প্রকল্প নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী আবুল কাসেম, যুবদল নেতা মজিবুর রহমান ও মোহাম্মদ আমির হোসেন, নোয়াগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি আবদুল হালিম, ছাত্রদল নেতা নুরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
এসময় আতাউর রহমান বলেন,“বর্তমান সময়ে জনগণের চলাচল নির্বিঘ্ন করতে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই চেষ্টা করছি ইউনিয়নের প্রতিটি এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে। এই রাস্তা ও অন্যান্য প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।”
তিনি আরও বলেন,“উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট নয়, বরং মানুষের জীবনমানের পরিবর্তন। আমি জনগণের প্রতিনিধি হিসেবে সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই এবং জনসেবাকে নিজের অঙ্গীকার হিসেবে ধরে রেখেছি।”
এ সময় স্থানীয়রা চেয়ারম্যান আতাউর রহমানের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, উন্নয়নকাজ সম্পন্ন হলে এলাকার কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সহজে চলাচল করতে পারবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।





