সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে র্যাব-১২ এর অভিযানে উদ্ধার হয়েছে মূল্যবান কষ্টি পাথরের তৈরি একটি শিবলিঙ্গ। যার ওজন ৯৪.২৬০ কেজি। এ ঘটনায় তিন পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে জেলার সলঙ্গা থানার দোবিরগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় হামিদুর রহমানের একটি ঘর থেকে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সলঙ্গা থানার ভেংরী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে বাবলু (৫২), দোবিরগঞ্জ গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে শহিদুল ইসলাম (৫২) এবং একই গ্রামের আবুল কাশেমের ছেলে কফিল উদ্দিন (৪৮)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, তারা মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গটি বাংলাদেশ থেকে বিদেশে পাচারের পরিকল্পনা করেছিল।
এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
				
								
															




