জলিলুর রহমান, সিরাজগঞ্জ প্রতিনিধি :
দুর্যোগপ্রবণ সিরাজগঞ্জে মানবিক সহায়তাকে আরও সমন্বিত, দ্রুত ও কার্যকর করতে গঠিত হচ্ছে ‘দুর্যোগ মোকাবেলায় পুল ফান্ড (মানবিক সহায়তা তহবিল)’। স্থানীয় পর্যায়ে এই তহবিল গঠন দুর্যোগকালীন মানবিক সহায়তা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৫ নভেম্বর ২০২৫, বুধবার সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলন কক্ষে এই তহবিল গঠন বিষয়ক “মতবিনিময় ও অবহিতকরণ সভা” অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি সাইদুর রহমান বাচ্চু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান। তিনি বলেন, “সিরাজগঞ্জসহ দেশের দুর্যোগপ্রবণ এলাকায় যৌথ তহবিল গঠনের মাধ্যমে আমরা একসাথে দ্রুত ও কার্যকর রেসপন্স দিতে পারব। এতে স্থানীয় নেতৃত্ব আরও শক্তিশালী হবে, সমন্বয় বাড়বে, এবং সহায়তা পৌঁছাবে সঠিক হাতে।”
সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন NEAR-এর রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ শাহিদা আরিফ, NAHAB-এর চেয়ারপারসন রফিকুল আলম, NAHAB উপদেষ্টা ড. এহছানুর রহমান এবং কো-অর্ডিনেটর মোঃ রওশন আলী।
বক্তারা পুল ফান্ডের মাধ্যমে স্থানীয় মানবিক উদ্যোগকে কেন্দ্রীয় সহায়তার সঙ্গে যুক্ত করার গুরুত্ব তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন বিসিক সিরাজগঞ্জের সভাপতি, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি, উইমেন চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট, সিরাজগঞ্জ ইকোনমিক জোনের চেয়ারম্যান, ক্যাব-এর চেয়ারপারসন শওকত আলীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও ও সিভিল সোসাইটির সদস্যরা।
এনডিপির মনিটরিং ও ইভালুয়েশন ডেপুটি ডিরেক্টর কাজী মাসুদুজ্জামান সভায় একটি প্রেজেন্টেশনে দুর্যোগকালীন তহবিল ব্যবস্থাপনা, তহবিল ব্যবহারের স্বচ্ছতা, ট্রিগার-মেকানিজম এবং দ্রুত রিলিফ রেসপন্স কাঠামো নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
সভায় একটি খসড়া পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়— চেয়ারপারসন চেম্বার সভাপতি সাইদুর রহমান বাচ্চু সদস্য-সচিব এনডিপির নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান প্রধান উপদেষ্টা আলহাজ্ব এম এ বাকী
এ সময় প্রাথমিকভাবে তহবিল ঘোষণাও করা হয়।
এনডিপির নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান ১,০০,০০০ টাকা, NEAR-এর পক্ষ থেকে শাহিদা আরিফ ১০,০০০ মার্কিন ডলার এবং চেম্বার সভাপতি সাইদুর রহমান বাচ্চু ৫০,০০০ টাকা প্রদানের ঘোষণা দেন।
সভায় অংশগ্রহণকারীরা জানান, এই পুল ফান্ড চালু হলে দুর্যোগকালীন মানবিক সহায়তা হবে আরও দ্রুত, স্বচ্ছ ও সমন্বিত। স্থানীয় পর্যায়ে গড়ে উঠবে একটি টেকসই রেসপন্স কাঠামো, যা ভবিষ্যতে সিরাজগঞ্জসহ আশপাশের অঞ্চলেও উদাহরণ হয়ে উঠবে। “মানবিক সহায়তার এ তহবিল কেবল দুর্যোগকালীন সময়ে নয়, বরং স্থায়ীভাবে স্থানীয় সক্ষমতা বৃদ্ধির দিকেও কাজ করবে,”— বলেন এক এনজিও প্রতিনিধি।
সিরাজগঞ্জে যমুনা তীরবর্তী জনপদে প্রায় প্রতিবছর বন্যা ও নদীভাঙন দেখা দেয়। এসব দুর্যোগে স্থানীয় মানুষকে সহায়তা দিতে এনজিও ও স্বেচ্ছাসেবীরা দীর্ঘদিন ধরে কাজ করছে। কিন্তু সমন্বিত তহবিল না থাকায় সহায়তা কার্যক্রমে অনেক সময় বিলম্ব ও বিভাজন তৈরি হতো।
এই পুল ফান্ড গঠনের মাধ্যমে সেই ঘাটতি পূরণের পাশাপাশি, সিরাজগঞ্জের মানবিক কার্যক্রমে স্থানীয় নেতৃত্ব ও সম্পদ ব্যবস্থাপনার নতুন দৃষ্টান্ত সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।





