মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সচিবালয় অভিমুখে মুখোমুখি অবস্থান, ননএমপিও শিক্ষকের পদযাত্রায় পুলিশে বাধা

স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সচিবালয় অভিমুখী পদযাত্রা পুলিশ থামিয়ে দিয়েছে।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকরা সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করলে, পল্টন মোড় ঘুরে পুলিশ তাদের এগোতে দেয়নি। বর্তমানে পুলিশ ও শিক্ষকরা সেখানে মুখোমুখি অবস্থান নিয়েছেন।

শিক্ষকরা ‘ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি চালাচ্ছেন। পরিষদের সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক বলেন, “আমরা আপাতত এখানেই অবস্থান করব। পুলিশ আমাদের আবার ফিরে যাওয়ার অনুরোধ করছে। কিছু সময়ের মধ্যে আমরা কর্মসূচি পুনরায় শুরু করব এবং পরবর্তী ধাপ ঘোষণা করব।”

রোববার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘকাল বেতন-ভাতা না পাওয়া নন-এমপিও শিক্ষকরা পুনরায় অবস্থান শুরু করেছেন। মুনিমুল হক আরও জানান, “গত রমজান মাসে আমরা নন-এমপিও প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ১৭ দিন অবিরাম অবস্থান করেছি। তখন মাননীয় শিক্ষা উপদেষ্টা ও সচিব আমাদের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। বেতন না পাওয়ায় আমাদের আর্থিক সংকট তৈরি হয়েছে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি।”

তিনি সরকারকে আহ্বান জানান, এমপিও নীতিমালা ও পরিপত্রের অসঙ্গতি বন্ধ করে সকল স্বীকৃত নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ব্যবস্থা নিতে হবে। নতুবা আন্দোলনের মাধ্যমে দাবিসহ পদক্ষেপ নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, শিক্ষকেরা ২৩ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অব্যাহত অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। ১৭ দিন পরে, ১২ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

শেয়ার করুন